08 August 2019

রোডে নিরবচ্ছিন্নভাবে হিন্দুদের পূজা করা গেলেও কুরবানির পশু ফুটপাতে পেলেই জরমিনাঃ ডিএনসিসি

ছবিঃ রাস্তা বন্দ করে পূজা (বামে) রাস্থায় কুরাবানির পশু রাখায় জরমিনা।

নয়ন চ্যাটার্জি।। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গতকাল এক বিজ্ঞাপ্তিতে বলেছেঃ- ডিএনসিসির রাস্তা/ফুটপাত দখল করে কোরবানির পশু রাখবেন না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আজকে এক ব্যক্তি ফুটপাথে গরু রাখায় ২০ হাজার টাকা জরিমানা করে সিটি কর্পোরেশনের লোকেরা।



অথচ নিম্নোক্ত ছবিতে যেখানে দেখতে পাচ্ছেন, ঢাকার ব্যস্ত সড়কগুলো পুরোপুরি বন্ধ করে, গেইটে দড়ি দিয়ে বেধে দূর্গা পূজা করছে হিন্দু ধর্মাবলম্বীরা। এতে মানুষ যানজটে কষ্ট পাচ্ছে, মূর্তির নিচ দিয়ে মাথা নিচু করে মুসলমানদের যাতায়াত করতে হচ্ছে, কিন্তু তারপরও তারা সেখানে কোন আইনও দেখছে না, জরিমানাও করছে না, বিজ্ঞপ্তিও দিচ্ছে না। চোখ-মুখ পুরোপুরি বন্ধ করে আছে।

উল্লেখ্য ঈদের তিন চারদিন আগে, ঢাকার আবাসিক এলাকাগুলোতে গরু কিনে বাড়ির সামনে গরু বেধে রাখার কালচার অনেক পুরাতন, এটা ঢাকাবাসীর ঐতিহ্য বলা চলে। কিন্তু সে কারণে কখনও যানবাহন চলাচল বা যাতায়াতে সমস্যা হয়েছে করে বলে কখনো শোনা যায়নি, কিন্তু হঠাৎ করে সেই ঐতিহ্যের প্রতি কেন ঢাকা সিটি কর্পোরেশনের হঠাৎ চুলকানি উঠলো তা সন্দেহজন। গরূ কোরবানিতে হিন্দুত্ববাদি ভারতে সমস্যা হলেও কি কারনে হঠাৎ ঢাকা সিটি কর্পোরেশনের সমস্যা শুরু হলো তা ঢাকা বাসীর বোধগম্য নয়।

পূজার সময় রাস্তা বন্ধ করে কিভাবে মুসলমানদের কষ্ট দেওয়া হয় তার কিছু নমূনাচিত্রঃ
















আরো উল্লেখ্য, এমনিতেই সিটি কর্পোরেশনদের গাফেলতির কারণে দেশে ভয়ঙ্কর ডেঙ্গু ছড়িয়েছে, তারপর তাদের একেক বার একের রকম হাস্যরসপূর্ণ বক্তব্য প্রমাণ করেছে, তারা আসলে অযোগ্য। এই অযোগ্য লোকগুলো কাজের কাজ বাদ দিয়ে এখন নেমেছে মুসলমানদের কোরবানির পশুর পেছনে, ছিঃ ছিঃ ছিঃ।

তাই সিটি কর্পোরেশনের উচিতঃ- এ ধরনের বিবৃতি প্রত্যাহার করা এবং সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় অনুভূতির কথা খেয়াল রেখে মুসলমানদের সামনে ক্ষমা চাওয়া।


শেয়ার করুন

0 facebook: