17 August 2019

ঢাকা সফরে আসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর


স্টাফ রিপোর্ট।। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে আসছে এস. জয়শঙ্কর। আগামী ২০ আগাস্ট সে ঢাকা আসবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

খবরে বলা হয়েছে, দুদেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে তার এই সফর।

দুদিনের সফরে ২০ আগস্ট ঢাকা আসছে জয়শঙ্কর। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে। জয়শঙ্করের এই সফরে অবৈধ অভিবাসন, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘ দিনের অমিমাংসিত তিস্তাসহ ৫৪টি নদীর পানির বণ্টন নিয়ে আলোচনা হতে পারে।

কিছুদিন আগে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের সঙ্গে বৈঠক করেছে জয়শঙ্কর। এছাড়া তাজিকিস্তানে এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ববৈঠকেও মিলিত হয়েছে দুই পররাষ্ট্রমন্ত্রী


শেয়ার করুন

0 facebook: