স্টাফ রিপোর্ট।। মুজিবগঞ্জ জেলা ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন জাতীয় সংগীতের দাবি সংবলিত একটি ব্যানার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ব্যানারটি করেছেন মুজিবগঞ্জ জেলা বাস্তবায়ন ও জাতীয় সংগীত পরিবর্তন পরিষদ। ব্যানারে দুটি দাবির কথা বলা হয়েছে। ১. গোপালগঞ্জের পরিবর্তে মুজিবগঞ্জ জেলা চাই, ২. মুক্তিযুদ্ধের চেতনায় নতুন জাতীয় সংগীত চাই।
ব্যানারটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেতা মুজিব ও কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। ছবির নিচে বঙ্গবন্ধুর সেই বিখ্যাত উক্তি ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ উল্লেখ করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান’ কবিতার লাইনটি উল্লেখ করা হয়েছে।
পোস্টোরের নিচে gonodabimujibganjjela@gmail.com নামের একটি জিমেইল ঠিকানাও দেয়া আছে। ব্যানারে পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে এসএম কায়কোবাদ নামক এক ব্যক্তির ছবি দেয়া হয়েছে।
পোস্টারটি অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন। অনেকেই সমর্থন জানিয়ে অনেক কিছু লিখেছেন, একজন লিখেছেন এই পরিষদ নতুন জাতীয় সংগীত হিসেবে কোনো গানকে প্রস্তাব করেনি। পরিষদের দাবির সমর্থক হিসেবে ‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’ গানটিকে জাতীয় সংগীতের মর্যাদা দানের দাবি করছি।
আরেকজন লিখেছেন, জাতীয় সঙ্গিতের জন্য জেমসের গাওয়া প্রিন্স মাহমুদের “বাংলাদেশ” এর বিকল্প দ্বিতীয় কিছু নাই।
আরেকজন লিখেছেন, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার (শত্রু বা হানাদার) একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। এটিই উত্তম হবে।
তবে সবাই গোপালগঞ্জের নাম পরিবর্তনের দিকে লক্ষ্যপাত না করলেও একবাক্যে রাজি যে, জাতীয় সঙ্গীত পরিবর্তন এখন সময়ের দাবী।
ইমাদ উদ্দিন নামের একজন সাংবাদিক লিখেছেন, সরকার এখন সংখ্যাগরিষ্ট মুসলিম জনগনের চাহিদার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নিবে তা দেখার অপেক্ষায় রইলাম।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: