18 August 2019

ত্রিপুরা অচলের হুমকি টিইউআইপিসির সন্ত্রাসী চাকমাদের


আন্তর্জাতিক ডেস্ক।। সন্ত্রাসের জীবন ছেড়ে মূল স্রোতে ফিরে আসার ২৬ বছর হয়ে গেলেও চুক্তির ৮০ শতাংশও পূরণ হয়নি বলে অভিযোগ করেছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠির আত্মসমর্পণকারী সদস্যদের সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিলের (টিইউআইপিসি) নেতারা

শনিবার(১৭ আগষ্ট) সন্ধ্যায় আগরতলায় এক সংবাদ সম্মেলনে একথা অভিযোগ জানায় সংগঠনের সভাপতি অনন্ত দেববর্মা

সে বলে, আত্মসমর্পণের সময় হওয়া চুক্তি এখনো পূরণ হয়নিআমাদের নিরাপত্তার জন্য যে পুলিশ দেওয়া ছিল, তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছেচুক্তির পূরণ না হওয়া বিষয়গুলো আদায়ের জন্য ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছেএমনকি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য পাঁচবার আবেদন করার পরও সে দেখা করেনি বলে অভিযোগ করে সভাপতি

অনন্ত দেববর্মা বলে, দাবি আদায়ের জন্য সংগঠের সব নেতা ও সদস্য মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী দেখা না করলে আগরতলায় এক দিনের জন্য গণঅবস্থান কর্মসূচি পালন করা হবেএরপরও কিছু না হলে রেলপথ, সড়কপথ অবরোধ করে রাজ্য অচল করে দেওয়া হবেতবে, সব কিছু নির্ভর করছে সরকারের ওপরসরকার যদি চুক্তি পূরণ করে, তাহলে আর এসবের প্রয়োজন হবে না

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড্যানিয়েল দেববর্মা বলেন, চুক্তিতে উল্লেখ রয়েছে, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সদর দফতর খুমলুংয়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট করা হবে, বাঁশ ভিত্তিক শিল্প হবে, ব্যবসার জন্য শপিং কমপ্লেক্স হবেএর বেশির ভাগই করা হয়নিযা কিছু হয়েছে সব নিজেদের জন্যআমাদের কোনো সদস্য কিছু পায়নিঅন্যরা এসবের সুবিধা নিচ্ছেতাই সরকারের উচিত চুক্তি ঠিকভাবে পূরণ করা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিল সংগঠনের সহ-সভাপতি থুমনাই বরক, সাধারণ সম্পাদক থমাস ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক বিনয় দেববর্মাসহ অন্য নেতারা


শেয়ার করুন

0 facebook: