স্টাফ রিপোর্টারঃ অবশেষে প্রশাসনের
হস্তক্ষেপে ছাগলনাইয়ায় মাহফিল বন্ধ হয়ে গেল বিতর্কিত বক্তা আমির হামযার। ওই মাহফিলে প্রধান বক্তা হিসেবে
উপস্থিত থাকার কথা ছিলো কুষ্টিয়ার মাওলানা আমির হামযার। প্রধান অতিথি হিসেবে ছিলেন,
ছাগলনাইয়া
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী
সোহেল। বুধবারের ওই তাফসির মাহফিলে মাওলানা আমির হামযাকে অবাঞ্চিত করার ঘটনাকে কেন্দ্র
করে এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের
সন্তুষ্টি/অসন্তুষ্টির কথা জানিয়েছেন।
জানাগেছে,
ছাগলনাইয়া
উপজেলার কাশিপুর নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৫০ বছর পূর্তি উপলক্ষে
বুধবার বিকেলে মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছিল। এর আগে মাহফিল
অনুষ্ঠানের অনুমতি চেয়ে ছাগলনাইয়া থানায় বাস্তবায়ন কমিটির সভাপতি আনিসুল হকের পক্ষ
থেকে আবেদন করা হয়েছিল।
মঙ্গলবার বিকেলে
ঐ এলাকার গণ্যমান্য অধিকাংশ মুসল্লির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ
থেকে আয়োজক কমিটিকে বিতর্কিত এই মাওলানা আমির হামযাকে বাদ দিয়ে মাহফিল করার
নির্দেশনা দেয়া হয়। এ নিয়ে নানামুখী জটিলতার মুখে বুধবার সকালে আয়োজক কমিটির পক্ষ
থেকে মাহফিল বন্ধ ঘোষণা করা হয়।
আয়োজক কমিটির
নিকট মাহফিল বন্ধের ব্যাপারে জানতে চাইলে বুধবার বিকেলে সভাপতি আনিসুল হক জানান,
মাওলানা
আমির হামযার মতো আলেমদের বাদ দিয়ে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেয়ার কারণে আয়োজক
কমিটি মাহফিল বন্ধ ঘোষণা করেছেন ।
ছাগলনাইয়া থানার
ওসি এমএম মোর্শেদ জানান আমরা মাহফিল বিরোধী নই বরং আমরা সবসময় ধর্মীয় মাহফিলে সব
ধরণের সহযোগিতা করে থাকি, কিন্তু বিতর্কিত এই মাওলানা আমির হামাজার বিরুদ্ধে
আমাদের নিকট অনেক অভিযোগ আছে যে তিনি ধর্মীয় এবং সরকার
বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে দাঙ্গা সৃষ্টি করেন, আর এরই আশঙ্কায় বিতর্কিত
মাওলানা আমির হামযাকে বাদ দিয়ে মাহফিল অনুষ্ঠানের কথা বলা হয়ে থাকলেও আয়োজক কমিটি
রাজি না হয়ে নিজ থেকে মাহফিল বন্দ করে দেন, এতে পুলিশ প্রশাসনের কারনে মাহফিল বন্ধ
হয়েছে এমন কথা বলার কোন সুযোগ নাই।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
ধর্ম ও জীবন
0 facebook: