![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইসরাইলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক তেহরান বিরোধী বক্তব্যকে ‘কার্টুনধর্মী সার্কাস’ বলে অভিহিত করেছেন । তিনি বলেছেন, এ ধরনের বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন মনে করে না তেহরান।
রোববার বিকেলে ৫৪তম
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জারিফ বলেন, আপনারা আজ সকালে একটি কার্টুনধর্মী সার্কাস প্রত্যক্ষ করেছেন যা প্রতিক্রিয়া
জানানোর যোগ্য নয়।
এর আগে রোববার
সকালে মিউনিখ সম্মেলনে নেতানিয়াহু বক্তৃতামঞ্চে দাঁড়িয়ে হাস্যকরভাবে হঠাৎ পুড়ে
যাওয়া একটি ধাতব খণ্ড তুলে ধরেন। তিনি বলেন, এটি একটি ইরানি ড্রোনের
ধ্বংসাবশেষ। নেতানিয়াহু তার বক্তৃতায়
ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেন। এক সপ্তাহেরও
বেশি সময় আগে ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছিল, তারা সিরিয়া থেকে আকাশে উড্ডয়নকারী একটি ইরানি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
গত ১০ ফেব্রুয়ারি
সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরাইলি
এফ-সিক্সটিন জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে। ওই ঘটনার পর তেল আবিব ইরানি ড্রোন নামানোর দাবি করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি তেল
আবিবের ওই দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, সিরিয়ার ‘সাংবিধানিক ও বৈধ’ সরকারের
অনুরোধে দেশটিতে সামরিক উপদেষ্টার কাজ করছে ইরান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: