সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর
সুবিদবাজার থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শিমুল দেব (৩২) সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত
এলাকার সমরেশ দেবের ছেলে। তার লাশ সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
বিমানবন্দর
থানার ওসি মোশররফ হোসেন জানান, শনিবার রাত ২টার দিকে
সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দিঘির সামনে ওই যুবকের লাশ পাওয়া যায়। ওই যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত ও জড়িতদের ধরতে
অভিযান শুরু হয়েছে।
শিমুলের
প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে সুবিদবাজারের
সুপারশপ তারাদিনের সামনে একদল যুবকদের মধ্যে মারামারি হয়। এর জেরে রাত ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা
থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। দিঘিরপাড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক একেএম মাসুম
বলেন, রাত সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী এসে জানায় দস্তিদার
দিঘির ঘাটে একটি লাশ পড়ে আছে। আমার দেওয়া খবরে স্থানীয় কাউন্সিলর আফতাব আহমদ এবং বিমানবন্দর থানা পুলিশ লাশ
উদ্ধার করে।
খবর বিভাগঃ
বিভাগীয় সংবাদ
সিলেট বিভাগ
0 facebook: