এ দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রস্তুত সভামঞ্চ। বিশাল আকারের নৌকার আদলে তৈরি করা হয়েছে এবারের মঞ্চ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার পর শুরু হবে প্রধানমন্ত্রীর এ জনসভা। সেখানেই লাখো জনতার উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও নগর
সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এরই মধ্যে নগরীকে তোরণ, ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। জনসভাস্থল মাদ্রাসা ময়দানে নৌকাসদৃশ বিশালাকার মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ জনসভায় অংশ নেবেন। জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে প্রায় পাঁচ লাখ মানুষ উপস্থিত থাকবেন। আর নগরীর আইল্যান্ড সাজিয়েছে সিটি কর্পোরেশন।
রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রী রাজশাহীতে এসে ২০টি উন্নয়ন
প্রকল্পের উদ্বোধন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আরও ৯টি উন্নয়ন
প্রকল্পের। এর বাইরে রাজশাহী আওয়ামী লীগের পক্ষ থেকে
প্রধানমন্ত্রীর কাছে নয়টি দাবি জানানো হবে। রাজশাহীর উন্নয়নের স্বার্থে
প্রধানমন্ত্রী তার জনসভা থেকে এসব দাবি পূরণের ঘোষণা দেবেন বলে আশাবাদী এই আওয়ামী
লীগ নেতা।
রাজশাহীতে যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীঃ
শিক্ষা প্রকৌশল অধিদফতর রাজশাহী জোনের অধীনে নির্মিত বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের
৪র্থ তলা একাডেমিক ভবন, শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রী কলেজের ৫ম তলা একাডেমিক ভবন, দামকুড়া হাট কলেজের ৪র্থ তলা একাডেমিক ভবন, বাঘার আড়ানী ডিগ্রী কলেজের ৪র্থ তলা একাডেমিক
ভবন, তানোরের আব্দুল করিম সরকারি
কলেজের ৪র্থ তলা একাডেমিক ভবন, বাগমারা কলেজের একাডেমিক ভবন, পুঠিয়ার বিড়ালদহ কলেজের ৪র্থ তলা একাডেমিক ভবন ও রাজশাহী সরকারী মহিলা কলেজের
৬ তলা (২৫০ শয্যা) ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন, রাজশাহী মহাগর পুলিশের নবগঠিত চন্দ্রিমা, কাশিয়াডাঙ্গা, কাটাখালী, এয়ারপোর্ট, পবা, কর্ণহার, দামকুড়া ও বেলপুকুর থানার উদ্বোধন; বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্প রাজশাহী জোনের কাশিয়াডাঙ্গা ও মেহেরচী
দুটি বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণকাজ, রাজশাহী সিটি কর্পোরেশনের রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে
মোহনপুর-রাজশাহী-নাটোরের সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সড়কে ফ্লাইওভার নির্মাণ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুঠিয়া
উপজেলার বারই নদীতে বারার ড্যাম নির্মাণ, গণপূর্ত বিভাগের অধীনে রাজশাহী নর্থ ও নওহাটায় একটি করে ফায়ার সার্ভিস উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে
ইঞ্জিনিয়ারিং এ্যান্ড সার্ভে ইনস্টিটিউট নির্মাণ, চারঘাট উপজেলার কৃষ্টপুর জাহাঙ্গীরাবাদ এলাকায়
বড়াল নদীর ওপরে গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প, চারঘাট, নন্দনগাছী, গোদাগাড়ীর
বড়গাছী ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ, গোদাগাড়ী উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও
হলরুম কাজের উদ্বোধন, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন নির্মাণ, স্বাস্থ্য প্রকৌশল রাজশাহী বিভাগের অধীনে
দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণকাজের
উদ্বোধন এবং বেসরকারি শাহ মখদুম মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের
উদ্বোধন।
রাজশাহীর উন্নয়নে উত্থাপিত আওয়ামী লীগের দাবি সমূহঃ
রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নতুন করে দুটি সরকারি বালক ও বালিকা বিদ্যালয়
স্থাপন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, প্রস্তাবিত চামড়া শিল্প নগরী স্থাপন, বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তর, কেন্দ্রীয় শহীদ মিনারসহ সাংস্কৃতিক বলয় নির্মাণ, রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন, রাজশাহী-কলকাতা ট্রেন চালু এবং রাজশাহী থেকে
আব্দুলপুর পর্যন্ত রেলপথ ডাবল লাইন ও ডুয়েল গেজে রূপান্তর করা।
খবর বিভাগঃ
জাতীয়
রাজনীতি
রাজশাহী বিভাগ
0 facebook: