আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার এক মসজিদে সন্ত্রাসী হামলায় মসজিদের ইমাম নিহত এবং অপর দুইজন মসল্লি আহত হয়েছেন। দেশটির পূর্ব উপকূলে ডাবলিনের নিকট ভেরুলাম শহরের ইমাম হাসান মসজিদে এই সন্ত্রাসী হামলা চালানো হয়।
যোহরের নামাজের পরে তিনজন পুরুষ মসজিদে বন্দুক এবং ছুরি দিয়ে মুসল্লিদের উপর আক্রমণ করে। পরে একটি পেট্রোল বোমার বিষ্ফোরণ ঘটালে মসজিদটিতে আগুন লেগে যায়।
পুলিশ জানিয়েছে, ভেরুলাম শহরের ইমাম হাসান মসজিদে আক্রমণকারীরা হামলার পর একটি হুন্দাই গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশ এখনো হামলার কোনো কারণ উৎঘাটন করতে পারেনি। তবে পুলিশ হত্যাচেষ্টা এবং অগ্নিসংযোগের তদন্ত করছে বলে জানিয়েছেন ভেরুলাম পুলিশের মুখপাত্র নোকবিল গালা।
বেসরকারি আইপিএসএস মেডিকেল রেসকিউ সার্ভিসের মুখপাত্র পল হার্বেস্ট বলেন, ছুরিকাঘাতে ইমামের গলা কেটে ফেলা হয়েছে। তিনি হামলার শিকার হওয়ার কয়েক ঘণ্টা পর মারা গেছেন। এ ছাড়া ছুরিকাঘাতে মসজিদের তত্ত্বাবধায়ক ও এক মুসল্লি আহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় এমন হামলা নজিরবিহীন। সেখানকার জনসংখ্যার ১ দশমিক ৫ শতাংশ মুসলিম।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: