আন্তর্জাতিক
ডেস্কঃ তুরস্কের রোববারে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের সব আশঙ্কা উড়িয়ে দিয়ে
বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন রজব তৈয়ব এরদোয়ান।
এ খবর
লেখা পর্যন্ত ৯৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়। ৯৮ শতাংশ ভোটের ফলাফল অনুযায়ী এরদোগান
একাই পেয়েছেন ৫২ দশমিক ৭ শতাংশ ভোট। এরদোগানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৩০ দশমিক
৭ শতাংশ ভোট পেয়েছেন মুহাররেম ইনযে।
মোট ৫
কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৮৪০ জন ভোটারের মধ্যে প্রায় ৯০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।
এর মধ্যে
এরদোগান পেয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার। মুহাররেম পেয়েছেন ১ কোটি ৫১ লাখ ৭২ হাজার।
এছাড়া
সেলাহাতিন পেয়েছেন ৪১ লাখ ১৯ হাজার,
একমাত্র নারী প্রার্থী মেরাল ৩৬ লাখ ৩১ হাজার, তেমেল
৪ লাখ ৪০ হাজার এবং দগু ৯৭ হাজার ভোট পেয়েছেন।
এবারের
তুরস্কের নির্বাচন মূলত দুটি জোটে বিভক্ত হয়ে পড়ে। একটি পিপলস অ্যালায়েন্স। এখানে আছে
এরদোগানের একে পার্টি, ন্যাশনালিস্ট
মুভমেন্ট পার্টি ও গ্রেট ইউনিটি পার্টি। অপরটি ন্যাশনাল অ্যালায়েন্স।
এছাড়া
চারটি দল ছিল- শক্তিশালী রিপাবলিকান পিপলস পার্টি, ফ্যালিসিটি পার্টি, আই পার্টি
ও ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনে একটি বড় সুবিধা হল, এরদোগান পিপলস অ্যালায়েন্সের একক প্রার্থী।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরস্ক
0 facebook: