02 June 2018

ঈদের আগে প্রতিদিন ট্রেনের ৬০ হাজার টিকিট

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ ঈদের আগের তিন দিনের জন্য প্রতিদিন প্রায় ৬০ হাজার করে অগ্রিম টিকিট দেওয়া হবে বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষযা বর্তমানের চেয়ে দ্বিগুণের বেশি

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশ চক্রবর্তী শনিবার (০২ জুন) সাংবাদিকদের বলেন, বর্তমানে প্রতিদিন ২৩ হাজার ৫১৪টি করে টিকিট সরবরাহ করা হচ্ছেএ টিকিটের ২৫ শতাংশ অনলাইনে সরবরাহ ছাড়াও ৫ শতাংশ রেলের কর্মচারী ও ৫ শতাংশ ভিআইপিদের জন্য বরাদ্দ

এবার ৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথাসে হিসেবে ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের ১ জুন দেওয়া হবে ১০ জুনের টিকিট২ জুন ১১ জুনের, ৩ জুন ১২ জুনের, ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট

তিনি আরও বলেন, বর্তমানে যে পরিমাণ টিকিট প্রতিদিন দেওয়া হচ্ছে এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে১৩-১৫ জুনের জন্য ৪-৬ জুন টিকিট বিক্রি করা হবেওই সময়ে মেইল, এক্সপ্রেস ও লোকাল মিলে প্রতিদিন ৬০ হাজার টিকিট দেওয়া হবে

ঈদে যাত্রী টানতে গতবারের চেয়ে এবার দুই জোড়া বাড়িয়ে নয় জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছেএরমধ্যে সম্পূর্ণ এসি একটি ট্রেন খুলনা রুটে চলবেএছাড়া লালমনিরহাটগামী নতুন একটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছেঈদের আগে ও পরের সাত দিন চলবে স্পেশাল ট্রেন

গতবারের ট্রেনগুলোর মধ্যে ঢাকা-পার্বতীপুর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ঢাকা-খালনা-ঢাকা, ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন এবারও চলবে ঈদে

এছাড়া শোলাকিয়ায় ঈদের জামাতের অংশগ্রহণের জন্য ভৈরব-কিশোরগঞ্জ রুট ও ময়মনসিংহ-কিরোশরগঞ্জ রুটে দুই জোড়া ট্রেন চলবেএছাড়াও চট্টগ্রাম-চাঁদপুরে চলবে আরও দুই জোড়া ট্রেন

এসি টিকিট না পাওয়ার কোনও অভিযোগ নেই বলে দাবি করেন স্টেশন মাস্টারকাউন্টারে পর্যাপ্ত টিকিট আছেআশা করি ভালোভাবে মানুষ বাড়ি যেতে পারবে

তিন কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে বলে জানান তিনিসাধারণ কাউন্টার ছাড়াও নারী কাউন্টার ও ৬ নম্বরে সামরিক বাহিনীর টিকিট সরবরাহ করা হচ্ছে

কম্পিউটারাইজড সিস্টেমে টিকিট বিক্রি হওয়ায় দুই নাম্বারিঈদের আগের তিন দিনের জন্য প্রতিদিন প্রায় ৬০ হাজার করে অগ্রিম টিকিট দেওয়া হবেছবি: শাকিল
হওয়ার কোনও সুযোগ নেই দাবি করে স্টেশন ম্যানেজার বলেন, হয়তো ভোগান্তি সৃষ্টির জন্য কেউ কিছু করতে পারেএজন্য বাইরে থেকে টিকিট না কাটার পরামর্শ দেন তিনি

এদিকে, ঈদের টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজার হাজার টিকিট প্রত্যাশীকে লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছেতবে টিকিটের জন্য নিরাশ হতে হয়নি

অপরদিকে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে গমনেচ্ছু যাত্রীদের ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের টিকিট, ১১ জুন দেওয়া হবে ২০ জুনের, ১২ জুন দেওয়া হবে ২১ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৪ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ জুনের অগ্রিম ফিরতি ট্রেনার টিকিট


শেয়ার করুন

0 facebook: