আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার
অন্টারিওর প্রাদেশিক নির্বাচনে স্কারবরো সাউথইস্ট আসনের নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি)
প্রার্থী হিসেবে বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম।
স্থানীয় সময়
বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে রাতেই ফল ঘোষণা করা হয়। ৬৩টি কেন্দ্রের ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পুলিশ
কর্মকর্তা প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রতিনিধি গ্যারি এলিসের চেয়ে প্রায় ছয়
হাজার ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন ডলি।
এ ছাড়া ১৫ বছর
ধরে ক্ষমতায় থাকা লিবারেল দলীয় লরেঞ্জ বেরারদিনেত্তি এবার রয়েছেন তৃতীয় অবস্থানে। ডলি বেগম ওই প্রদেশে নিজ দলের প্রধান সমন্বয়কের
দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্কারবরো হেলথ
কোয়ালিশনের কো-চেয়ার এবং ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশের মৌলভীবাজারের মেয়ে ডলি বেগম ১১ বছর বয়সে
বাবা, মা ও ছোট ভাইকে নিয়ে কানাডার স্কারবরোতে চলে যান। ২০১২ সালে ডলি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং টরন্টো
ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ২০১৫ সালে উন্নয়ন প্রশাসনে স্নাতকোত্তর করেন। সূত্রঃ এন টিভি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: