21 June 2018

প্রার্থীদের সাথে ইসির মতবিনিময়ের ৬ ঘণ্টা পরই গণগ্রেফতার শুরু


স্বদেশবার্তা ডেস্কঃ গতকাল বুধবার বিকেলে গাজীপুরে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভার ৬ ঘণ্টার মধ্যে গণগ্রেফতার শুরু হয়ঢাকা ও গাজীপুর গোয়েন্দা পুলিশ বুধবার রাতব্যাপী ২০ দলীয় জোট নেতাকর্মীদের বাসা বাড়িতে অভিযান চালায়এসময় এিনপির ১০ জন গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মকর্তাকে আটক করে পুলিশআটককৃতদের অধিকাংশকে রাতেই ঢাকা ও টাঙ্গাইল ডিবি পুলিশে হস্তান্তর করেছে গাজীপুর জেলা পুলিশ

ধানের শীষ প্রতীকের নির্বাচনী মিডিয়া সেল প্রধান ডা. মাজহারুল আলম জানান, কাশিমপুর অঞ্চল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন, কেন্দ্র সচিব শাহজাহান ডিলারকে বুধবার রাতে গ্রেফতারের পর ঢাকা ডিবি পুলিশে হস্তান্তর করে গাজীপুর জেলা পুলিশতাদেরকে রাতেই সাভার ডিবি কার্যালয়ে নেয়া হয়অপরদিকে কোনাবাড়ি কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক স্থানীয় বিএনপি নেতা ডা. মিলন, কেন্দ্র আহবায়ক ছাত্রদল নেতা মিলন মিয়া ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তাইজুল ইসলামকে বুধবার রাতে আটক করার পর রাতেই টাঙ্গাইল ডিবি পুলিশে হস্তান্তর করা হয়

এছাড়া ৩০ নম্বর ওয়ার্ড বালিয়ারা কেন্দ্র কমিটির সদস্য আব্দুস সামাদ, কাউলতিয়া অঞ্চল নির্বাচন পরিচালনা কেমিটির সদস্য শাহ আলম, টঙ্গীর মরকুনে ৪৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু সায়েম, পূবাইল অঞ্চল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ৪০ নম্বর ওয়ার্ডের ইছালী গ্রামের আব্দুস সামাদকে গ্রেফতার করে ঢাকা ও গাজীপুর ডিবি পুলিশ

মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, পোলিং এজেন্টরা যাতে কেন্দ্রে না যায় সেজন্য সাদা পোশাকে পুলিশ কোনাবাড়ি ও কাশিমপুর অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছেপুলিশ নগরির প্রত্যন্ত কাশিমপুর ও কোনাবাড়ি অঞ্চলের কেন্দ্রগুলো দখলের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেনইতিপূর্বে কাশিমপুর অঞ্চলের ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকারকে গ্রেফতার করে পুলিশ

রিটার্নিং অফিসারের কাছে পুলিশী হয়রানীর বিষয়ে লিখিত অভিযোগ দেয়ার পরও পুলিশী হয়রানী থামছে না বলেও তিনি অভিযোগ করেনআটককৃতরে বিরুদ্ধে কোন মামলা নাই বলেও তিনি জানান

এদিকে ২০ দলীয় জোট মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার গণগ্রেফতার বন্ধ, গ্রেফতারকৃতদের মুক্তি ও পুলিশী হয়রানী বন্ধের জন্য বৃহস্পতিবার সকালে আবারো লিখিত অভিযোগ করেছেনএসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, জেলা হেফাজতের যুগ্ম-সম্পাদক মুফতি নাসির উদ্দিন প্রমুখ ২০ দলীয় জোট নেতারা


শেয়ার করুন

0 facebook: