25 June 2018

ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ৬ শ্রমিকের


স্বদেশবার্তা ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেনএ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন

সোমবার ভোর সোয়া ৬টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় সাতুরিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটেতাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গাইবান্ধাগামী ট্রাক রিজাভ করে নির্মাণ শ্রমিকরা সিলেটের হবিগঞ্জ যাচ্ছিলপথে কালিহাতী বাসস্ট্যান্ডসংলগ্ন সাতুটিয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়এতে প্রায় ৩৫ জন আহত হনপরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেনপরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়নিহতরা সবাই নির্মাণ শ্রমিক


২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকালে অন্তত ৩৫ জনকে গুরুতর আবস্থায় হাসপাতালে আনা হয়এদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছেবাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে


শেয়ার করুন

0 facebook: