27 June 2018

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাশ কারাগারে


মুহম্মদ তাজুদুর রহমানঃ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ জুন) সকালে ১নং আমলী আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী বাহা উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তাকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে গাড়ি বহর মৌলভীবাজারের শেরপুর পৌঁছালে ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে উত্তেজিত বিএনপি কর্মীরা পিছু হটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।


শেয়ার করুন

0 facebook: