14 July 2018

তিনি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন ধর্ষণ করেছেন

প্রতিকি ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ একজন মেয়ের বিয়ের আগ সবচেয়ে নিরাপদ আশ্ৰয়দাতা এবং নিরাপত্তা দাতা তার জন্মদাতা বাবাসেই জন্মদাতা বাবাই যদি দিনের পর দিন মেয়েকে ধর্ষণ করে আসছেন?

ভাবছেন এটাও কি সম্ভব? ভাবতে কষ্ট লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে রাজধানীর পল্লবীর বাওনীয়াবাদ এলাকায়এখানে নিজের কিশোরী মেয়েকে (১৩) ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

শনিবার (১৪ জুলাই) সকালের দিকে বাওনিয়াবাদ এলাকা থেকে ওই মেয়েটির বাবা মুহম্মদ আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়

ওই কিশোরীর এক আত্মীয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই কিশোরীর মা একজন পোশাক শ্রমিককাজের প্রয়োজনে প্রায়ই তাকে নাইট ডিউটিকরতে হয়আর রাতে বস্তির ঘরে ওই কিশোরী তার রিকশাচালক বাবার সঙ্গে ঘুমাত

এই সুযোগে মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে প্রায়ই ধর্ষণ করতেন তিনিকিন্তু গত ২৮ রমজান হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে ওই কিশোরী চিৎকার শুরু করেএক পর্যায়ে কিশোরীর গলায় ছুরি ধরে ধর্ষণ করে ওই ব্যক্তিলজ্জায় আর ভয়ে মাকে কিছুই জানায়নি মেয়েটি

অবশেষে গতকাল শুক্রবার রাতে আবারও ধর্ষণের চেষ্টা করলে ওই কিশোরীর মা ঘটনাটি জেনে যায়এরপর আজ শনিবার সকালে ওই কিশোরী ও তার মা থানায় এসে অভিযোগ করেপরে পুলিশ আলমগীরকে গ্রেফতার করে

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ‘ওই কিশোরী ও তার মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আলমগীরকে গ্রেফতার করা হয়েছেপ্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর মেয়েকে ধর্ষণের কথা স্বীকারও করেছেন

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছেআর ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে


শেয়ার করুন

0 facebook: