স্বদেশবার্তা
ডেস্কঃ সৌদি আরব পৌঁছেছেন ৬০ হাজার ৬৩১ জন হজযাত্রী। জুম্মাবার পর্যন্ত পবিত্র হজ্জ
পালনের লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার
৪০৫ জন সৌদি পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৩টি ও সৌদি এয়ারলাইন্সের ৮৬টি
ফ্লাইটসহ মোট ১৬৯টি ফ্লাইট এসব হজ্জযাত্রী পরিবহন করে। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা
থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে
শুক্রবার কনসাল (হজ্জ) মুহম্মদ আবুল হাসানসহ হজ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা মক্কা
শরীফের বাংলাদেশ হজ্জ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা কর্তব্যরত ডাক্তারদের
সাথে কথা বলেন এবং অসুস্থ হজ্জযাত্রীদের খোঁজখবর নেন। ডাক্তাররা অসুস্থ হজ্জযাত্রীদের
সর্বশেষ অবস্থা সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় আইটি দলের সদস্যরাও উপস্থিত
ছিলেন।
অন্যদিকে
সরকারি ব্যবস্থাপনায় আগত তৃতীয়,
চতুর্থ এবং পঞ্চম ফ্লাইটের হজ্জযাত্রীরা জুম্মাবার মদিনা শরীফ থেকে
মক্কা শরীফে ফিরে আসেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায়
১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজ্জে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে
আগামী ২০ আগস্ট পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।
খবর বিভাগঃ
ইসলাম
জাতীয়
ধর্ম ও জীবন
0 facebook: