18 September 2018

পবিত্র বাবরি মসজিদের স্থানে কথিত রাম মন্দির এ-বছরই নির্মাণ করতে যাচ্ছে ভারত


আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরই বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক উগ্রপন্থী ইসলাম বিদ্বেষী নেতা। ভারতে আগামী বছর অনুষ্ঠিত হবে জাতীয় (লোকসভা) নির্বাচন। এ নির্বাচনের আগেই অযোধ্যায় মুসলমানদের পবিত্র বাবরি মসজিদের স্থানে কথিত রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিজেপির সাবেক সংসদ সদস্য ও অযোধ্যয় বিজেপির উগ্রপন্থী সভাপতি রাম বিলাস বেদান্তি মুম্বাইতে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বলেন, ‘২০১৯ নয়, এ বছরই মন্দির নির্মাণ কাজ শুরু হবে।

আর লখনৌতে নির্মিত হবে মসজিদ। বেদান্তি বলেন, অযোধ্যায় রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই শুরু হয়ে যাবে মন্দির তৈরির কাজ।

পবিত্র বাবরি মসজিদের স্থানটি নিয়ে বিবাদ বর্তমানে ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিজেপি নেতার ঘোষণার বিষয়ে সর্ব ভারতীয় মুসলিম ব্যক্তি আইন বোর্ডের সদস্য ও লখনৌয়ের ইমাম খালিদ রশিদ ফিরিঙ্গি বলেন, ‘যখন বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানি চলছে এমন সময় কোন ব্যক্তি বা রাজনৈতিক দল বলতে পারে না কোথায় মসজিদ আর মন্দির নির্মিত হবে। বিষয়টি সুপ্রিম কোর্টেই মীমাংসা হতে হবে

২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগেও রাম মন্দির ইস্যুকে সামনে এনেছিল বিজেপি। মোদি ক্ষমতায় আসলে রাম মন্দির তৈরি হবে বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপি নেতাকর্মীরা। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ঐতিহ্যবাহী পবিত্র বাবরি মসজিদটি ভেঙে ফেলে উগ্রপন্থী হিন্দুরা।


শেয়ার করুন

0 facebook: