10 January 2019

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায়ঃ ফিলিপাইনে ব্যাংকারের সাজা


আন্তর্জাতিক ডেস্কঃ তিন বছর আগে সাইবার জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) তৎকালীন এক ম্যানেজারকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন ফিলিপাইনের একটি আদালত

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মাইয়া দেগুইতো নামে ওই নারী কর্মকর্তাকে ৩২ থেকে ৫৬ বছর কারাদণ্ড এবং ১০৯ মিলিয়ন ডলার অর্থদণ্ড দেওয়া হয়তার বিরুদ্ধে আটটি অর্থপাচারের অভিযোগ প্রমাণ হওয়ায় প্রত্যেকটিতে চার থেকে সাত বছর করে কারাদণ্ড ঘোষিত হয়ঘোষিত হয় ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানা

বিশ্বজুড়ে আলোচিত সেই সাইবার চুরির ঘটনায় এই প্রথম কাউকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো

হ্যাকাররা সুইফট কোড (এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের জন্য যে সংকেতলিপি) চুরি করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার লোপাট করে নিয়ে যায়

ওই অর্থ প্রথমে মাইয়া দেগুইতোর পরিচালিত আরসিবিসির শাখার এক অ্যাকাউন্টে পাচার হলেও পরে তা ফিলিপাইনের এক ক্যাসিনোতে চলে যায়


শেয়ার করুন

0 facebook: