20 January 2019

সিরিয়ায় বিস্ফোরণে ব্যাপক হতাহত


আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার রাজধানী দামেস্কে একটি সামরিক গোয়েন্দা কার্যালয়ের কাছেই ব্যাপক বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেনদেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এটিকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলে একটি নিরাপত্তা শাখার কাছেই এ বিস্ফোরণ ঘটেএতে বেশ কয়েজন নিহত ও আহত হয়েছেনতবে হতাহতের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি

আগে থেকে পেতে রাখা বোমা নাকি আত্মঘাতী হামলায় এ বিস্ফোরণ ঘটেছে তাও পরিষ্কার হওয়া যায়নি। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দামেস্কোর দক্ষিণাঞ্চলীয় মহাসড়কের কাছ থেকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়প্রথম প্রতিবেদনে এটিকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে

গত সাত বছর ধরে চলা সিরিয়ায় গৃহযুদ্ধে তিন লাখ ৬০ হাজার লোক নিহত হয়েছেনএ ছাড়া আরও কয়েক লাখ লোক ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তা বিদ্রোহীদের কাছ থেকে দেশটির বড় একটি অংশ প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিয়ন্ত্রণে নিয়ে এসেছেনবর্তমানে সিরিয়ার দুই-তৃতীয়াংশ অঞ্চল সিরীয় সামরিক বাহিনীর অধীনে রয়েছে

অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেন, গত এক বছরের মধ্যে এই প্রথম দামেস্ক থেকে বড় ধরনের কোনো বিস্ফোরণ শোনা গেছে


শেয়ার করুন

0 facebook: