ছবিঃ বিবিসি |
বৃহস্পতিবার বিকেলে পুলওয়ামার অবন্তিপোরা শহরের গোরিপোরায় শ্রীনগর-জম্মু হাইওয়ে সংলগ্ন এলাকায় জইশ-ই-মোহাম্মদের বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সিআরপিএফের গাড়িবহরে ঢুকে পড়ার পর সৃষ্ট বিস্ফোরণে এসব ভারতীয় সৈন্য নিহত হয়।
শুক্রবার নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে যোগদান শেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি সাংবাদিকদেরকে জানান, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে ‘সম্ভাব্য সব কূটনৈতিক পদক্ষেপ’ নেয়া হবে। পাকিস্তানকে ১৯৯৬ সালে দেয়া ‘মোস্ট ফেভার্ড নেশন’ স্ট্যাটাসটি বাতিল করা হবে।
এই বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদেরকে বলেন, যারা এই হামলা চালিয়েছে, তাদের ভারতকে টুকরো টুকরো করার আশা এবার ত্যাগ করতে হবে। যারা আমাদের আর্থিক স্থিতি বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের কখনও সফল হতে দেব না। চরম মূল্য দিতে হবে তাদের।
পাকিস্তান এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেও দেশটির বিরুদ্ধে করা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত ছাড়াই ভারতীয় গণমাধ্যম ও সরকারের পক্ষ থেকে এই হামলার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর সব পরোক্ষ ইঙ্গিত প্রত্যাখ্যান করছি আমরা।
জইশ-ই-মোহাম্মদের হামলার ঘটনায় জম্মুর গুজ্জর নগরে কারফিউ জারি করা হয়। কিন্তু শুক্রবার সকাল থেকে কারফিউ অগ্রাহ্য করে শহরে রাস্তায় বের হয় এখানকার বাসিন্দারা। কয়েক জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষে কমপক্ষে ১২জন আহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: