আজ রোববার দুপুরে সাভারের আশুলিয়ার গৌরিপুর এলাকায় কুয়েত সরকারের অর্থায়নে পরিচালিত এস এস আর হাইস্কুলে কুয়েতের ৫৮তম জাতীয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
কুয়েতের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র তাই কুয়েত সরকার সবসময় বাংলাদেশকে সহযোগিতা করবে।’ এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার প্রশংসা করেন।
আদেল মুহম্মদ হায়াৎ আরও বলেন, ‘কুয়েতে বাংলাদেশের প্রায় আড়াই লাখ মানুষ কাজ করছে যা নজিরবিহীন।’ বাংলাদেশ সবসময় কুয়েতের বন্ধু রাষ্ট্র বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ কুয়েত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: