01 March 2019

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪, পুলিশের দাবি মাদক ব্যবসায়ী

প্রতিকি ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিজিবি ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তবে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নজির আহমেদ (৩৮) ও গিয়াস উদ্দিন (৩৫)। শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের পুরনো মগপাড়ার কাঁকড়া প্রজেক্ট এলাকায় এবং বৃহস্পতিবার রাতে হ্নীলা নয়াপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি লে. কর্নেল আছাদুদ জামান জানান, গোপন সূত্রে খবর আসে, ইয়াবার একটি বড় চালান ওই এলাকা দিয়ে পাচার হচ্ছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। বিজিবিও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থলে ওই দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হ্নীলা নয়াপাড়া এলাকায় দুদলের মধ্যে গোলাগুলিতে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হন। টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাস জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: