23 March 2019

খুলে দেয়া হলো নিউজিল্যান্ডের আল-নুর মসজিদ


আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ নৃশংসতার আটদিন পর খুলে দেয়া হলো, নিউজিল্যান্ডের আল-নুর মসজিদ। স্থানীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৫ মার্চ হওয়া বন্দুক হামলার পর থেকে হামলার শিকার আল-নূর মসজিদ ও লিনউড মসজিদ তদন্তের স্বার্থে বন্ধ রেখেছিল পুলিশ।

খবরে বলা তারা জানায়, ফজরের নামাজ আদায় করেন ৬ জন। এ সময় বাইরে অনেকেই জড়ো হন। এর আগে, ভাঙা জানালা মেরামত ও রক্তের দাগ মুছে নতুন করে রং করা হয় মসজিদের। চত্বরে লাগানো হয়, গোলাপ ফুলের চারা।

তবে, বেশ কয়েকটি কক্ষ এখনও বন্ধ রয়েছে।
এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে নোবেল দেয়ার দাবিতে অনলাইনে শুরু হয়েছে পিটিশন।

স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ২৮ বছর বয়সী ব্রেনটন ট্যারান্ট ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান। ওই হামলায় ৫০ জন নিহত হন। আহত হন আরো অন্তত ৪৭ জন।


শেয়ার করুন

0 facebook: