![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১শ' ১৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। রোববার (২৪ মার্চ) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এরইমধ্যে ৩৩ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
এদিকে, চট্টগ্রামের চন্দনাইশে ভোট কেন্দ্র দখল নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। প্রতিটি কেন্দ্র ও এর আশেপাশে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্য।
তৃতীয় ধাপে রংপুর, বরিশালসহ ২৫ জেলার ১শ' ১৭টি উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এরইমধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
0 facebook: