22 January 2019

দেলু শিকদার আর সাইদি সাহেব এক ব্যক্তি নন, বিচার বিভাগ ইহুদীদের দখলেঃ এনায়েতুল্লাহ আব্বাসি


স্টাফ রিপোর্টঃ যুদ্ধাপরাদের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে দেওয়া বক্তব্যের একটি পুরাতন ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। হেলিকপ্টার নিয়ে ভিবিন্ন ওয়াজ মাহফিলে যাতায়াতের কারনে হেলিকপ্টার হুজুর ক্ষ্যাত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসি এই দাবী করেন ভাইরাল হওয়া সেই ভিডিওতে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্রোতাদের উদ্যেশ্যে সেই ভিডিওতে বলেন, সত্য কে কোনদিন মিথ্যা দিয়ে ঢাকা যায়না, ঠিক কিনা? ঢাকা যায়? আর কাগজের ফুল থেকে কখনো সুঘ্রাণ বের হয়না, কথা বলেন না? মিডিয়া যতই প্রচার করুক দেলাওয়ার হোসাইন সাঈদী দেলু শিকদার এটা পাগল ও বিশ্বাস করবেনা। দেশবাসী মানছে? ব্যক্তিই আলাধা। একটি লোক মরে গেছে স্বাধীনতার সময়, আরেকটি লোক সেই সময় ছিলেন তাঁর বিভাগ ছেঁড়ে আরেক বিভাগে ঠিক কিনা।

আমি বাংলাদেশের কোন মাহফিলে আপনারাও দেখবেন সাইদি সাহেবের জন্য প্রকাশে দোয়া চাইনা, চাই? আমাদের কাজ দোয়া দেওয়া। আমি দিপ্ত কণ্ঠে বলেছি ৬ বছর, সবার ফাঁসী হলেও সাইদি সাহেবের ফাঁসী হবেনা। এদেশের সমস্থ পির মাশায়েখ যারা চলে গেছেন তারাও দোয়া করেছেন সাইদি সাহেবের জন্য, আর যারা বেঁচে আছে তারাও দোয়া করেছেন। তো কিভাবে লোকটাকে ফাঁশি দেওয়া যাবে? কথা বলেন? স্বপ্নে তিনবার আমার সাথে তিনি সাক্ষাৎ করলেন, দুইবার স্বপ্ন দেখার পর আমি আমার সংঘটনের নেতাদেরকে বল্লাম সাইদি সাহেবের ফাঁশি হবেনা। তৃতীয়বার যখন রিভিউ হলো তারা বল্লেন হুজুর আপানার কথা তো সত্য হচ্ছেনা ফাঁসী তো দিবেই, আমি বলেছি আমি এখনো বলি ফাঁশি হবেনা। তিন দিন আগে রিভিউর রায় স্বপ্নে দেখি তিনি আমার কাঁধে হাত দিয়ে বলতেছেন আমার জন্য আপনারা আর কি করবেন। আমি সকালে সবাইকে বলেছি তাঁর ফাঁশি হবেনা ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আবার তিনি বের হবেন ময়দানে এসে আল্লার কুরআনের পক্ষে নামবেন।

কেনো বল্লাম? বাংলাদেশের অনেক বক্তা আছে, কক্সবাজার চিটাগাং আসলে সাইদি সাহেবের জন্য দোয়া করে, অরা বুঝাতে চায় সাইদি সাহেবের ভক্ত, কিন্তু এই দেশের পির মাশায়েখ যারা চলে গেছেন আর যারা বেঁচে আছে তারা দোয়া করেছেন তার জন্য, আধ্যাত্মিক ভাবে তার পক্ষে কাজ করেছেন। এইটা আমি ইলমে তরিকতের সম্পর্ক যাদের নাই তাদেরকে কেয়ামত তক বুঝাতে পারবোনা, ইলমে তাসাউফ তরিকতের সম্পর্ক যাদের সাথে নাই তাদেরকে আমি কেয়ামত তক চেষ্টা করে বুঝাতে পারবোনা। অতএব ও মিথ্যাকে একটি মিথ্যা কে ৭০ বার বললে ইহুদীদের কাছে সত্য হতে পারে কিন্তু মুসলমানের কাছে সত্য হবে না।

ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখতে পারেন এইখানেঃ




শেয়ার করুন

0 facebook: