ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার (৩০ মার্চ) রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগামী ১ এপ্রিল থেকে ডাউনলিংক করে দেখানো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এভাবে বিজ্ঞাপন দেখানো দণ্ডনীয় অপরাধ। এ আইন মানা হলে মানা হলে বছরে দেশে ৫০০ কোটি টাকা বাড়বে।
তিনি আরও বলেন, টেলিভিশন চ্যানেলের বিদ্যমান সমস্যার সমাধানে আসুন সবাই একযোগে কাজ করি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের চেয়ারম্যান রেজোয়ানুল হক। সংগঠনটির সদস্যসচিব শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন চ্যানেল 24-এর ব্যবস্থাপনা পরিচালক ও সমকালের প্রকাশক এ কে আজাদ, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বেঙ্গল গ্রুপ লিমিটেডের ভাইস চেয়ারম্যান আফসার খায়ের, স্কাই এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের নুরুল আলম প্রমুখ। সূত্রঃ চ্যানেল24
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: