11 April 2019

পানিকে আশির্বাদ হিসেবে ব্যবহার করতে হবেঃ প্রধানমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ জীবন ধারণে অতি প্রয়োজনীয় উপাদান, পানি। সুপেয় পানির অভাবে দুঃষহ অবস্থায় বিশ্বের বহু মানুষের জীবন। আবার প্রাকৃতিক দুর্যোগে পানির বিধ্বংসী রূপও অজানা নয়।

পানি সংরক্ষণ ও উন্নয়নে সচেতনতা তৈরি করতে, ১৯৯৩ সাল থেকে বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব পানি দিবস। পানি সবার অধিকার, বাদ যাবেনা কেউ আর, এ প্রতিপাদ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পানি একই সাথে যেমন উপকারী, তেমনি তা হয়ে উঠতে পারে ক্ষতির কারণ। নির্দেশ দেন অত্যাবশ্যকীয় এই সম্পদটি যেন আশির্বাদ হয়ে ওঠে, তা নিশ্চিতের। 
নদী ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করারও তাগিদ দেন সরকার প্রধান। পানি প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখতে, নিয়মিত খননের প্রয়োজনীয়তা তুলে ধরে, তিনি সেতু নির্মাণের সময় নদী সংকুচিত করার সমালোচনা করেন।

পানি ব্যাবহারে মিতব্যায়ী হওয়ার আহ্ববানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শেয়ার করুন

0 facebook: