15 July 2019

রাতে মানসিক ভারসাম্যহীন পাগলিকে ধর্ষণ, অটোচালককে গণধোলাই


জেলা প্রতিনিধিঃ পাগলিকে ধর্ষণের অভিযোগে কবির সিকদার (৫৫) নামের এক অটোরিকশা চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে রবিবার রাত পৌনে এগারটার দিকে। এ ঘটনায় সোমবার কলাপাড়া থানায় মিজানুর রহমান মিলন মৃধা নামের এক ব্যক্তি বাদি হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে। পুলিশ মামলার আসামি ধর্ষক কবিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে দিয়েছেন। পাগলিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, পাখিমারা বাজারে মানসিক ভারসাম্যহীন ওই নারী একটি দোকানের পেছনে ঘুমিয়ে ছিল। এ সময় নীলগঞ্জের নাওভাঙ্গা গ্রামের তিন সন্তানের জনক কবির সিকদার পাগলিকে ধর্ষণ করে। এ সময় তার ডাকচিৎকারে পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ী ও গ্রামবাসীরা এগিয়ে এসে কবিরকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবিরকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার এস আই সাখাওয়াত হোসেন জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জণ্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়নের উত্তর গৈয়াতলা গ্রামের মিজানুর রহমান মিলন মৃধা বাদি হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে। সোমবার কবিরকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত জেল হাজতে প্রেরণ করেন।


শেয়ার করুন

0 facebook: