05 August 2019

কাশ্মীর ইস্যুতে মোদির পাশে কেজরিওয়াল, মুসলিমদের চোখ কি খুলবে?


আন্তর্জাতিক ডেস্ক।। কাশ্মীর ইস্যুতে সবাইকে অবাক করে বিজেপিকে সমর্থন দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক টুইট বার্তায় তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তে শান্তি ফিরে আসবে কাশ্মীর উপত্যাকায়।

কেজরিওয়াল বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ব্যাপারে আমরা মোদী সরকারকে সমর্থন করছি। আমরা আশা করি, এর মাধ্যমে কাশ্মীরে শান্তি ও উন্নয়ন ফিরবে।’’

কেজরিওয়ালের এমন টুইটে অবাক হয়েছেন অনেকে। কারণ দীর্ঘদিন ধরে তিনি দিল্লির স্বায়ত্তশাসন না দেয়ায় মোদী সরকারের সমালোচনা করে আসছিলেন।

সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাসবা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।

এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যাতে দেশটির রাষ্ট্রপতি রামনাথ গোভিন্দ স্বাক্ষরও করেছেন। এই সিদ্ধান্ত ঘোষণার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে। এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

সেইসঙ্গে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


শেয়ার করুন

0 facebook: