08 August 2019

বিশ্বের দ্বিতীয় ফিলিস্থিন কাশ্মীরের যে ছবি তোলপাড় তুলেছে সারা দুনিয়ায়


আন্তর্জাতিক ডেস্ক।। মাত্র বছর পাঁচের একটি শিশু প্লাস্টিকের গুলতি তাক করে আছে অস্ত্রে সজ্জিত সেনার দিকে- কাশ্মীরের এমন একটি ছবি তোলপাড় তুলেছে বিশ্বে। স্বাধীনতাকামী কাশ্মীরিদের আন্দোলনের এক পর্যায়ে ছবিটি তোলেন ভারতীয় ফটোগ্রাফার আদিত্য রাজ।

কাশ্মীরিদের আন্দোলনের প্রতীকী রূপ হয়ে ছবিটি ঘুরছে সামাজিক মাধ্যমে। এক মাস আগে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা বুরহানের মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে ভূপৃষ্টের জান্নাত খ্যাত কাশ্মীর। প্রতিবাদ, মিছিল, সমাবেশ, এর মধ্যে অনেক স্বাধীনতাকামী প্রাণ হারিয়েছেন অবৈধ দখলদার ভারতীয় মুশরিক সেনাদের গুলিতে। সেনাদের শক্তির তুলনায় কাশ্মীরের স্বাধীনতাকামীরা নিতান্তই নগন্য, দুর্বল।

কেউ একজন ছবিটা তুলে টুইটারে পোস্ট করে লেখেন, ‘সেনার সামনে প্লাস্টিকের গুলতি নিয়ে খেলছে একটি শিশু। ব্যস এতেই ভাইরাল সারা দুনিয়ায়।

তবে তার এই খেলারকথাটা মানতে পারেননি ভারতের সাবেক আইপিএস অফিসার উগ্রপন্থী মুশরিক সঞ্জীব ভট্ট। সে বলেছে, পাঁচ বছরের শিশুও যখন কোনো সেনার দিকে অস্ত্র তাক করে, তখন বুঝতে হবে কাশ্মীর নিয়ে ভারত কোনো ভুল করছে।


শেয়ার করুন

0 facebook: