19 August 2019

মোগল উত্তরাধিকারী দাবিকারী যায়গা পেলে বাবরী মসজিদ নয় রামমন্দির নির্মাণ করবে বলছে


আন্তর্জাতিক ডেস্ক।। এদিকে ভারতের মুসলিমরা বরাবরই বিতর্কিত ধর্মীয় ব্যপারে। এবার সেই আগুনে ঘি ঢেলেছে এক নামধারী মুসলিম। ভারতের সুপ্রিমকোর্টে অযোধ্যায় বাবরি মসজিদের জমির জন্য পিটিশন দায়ের করেছে নিজেকে শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের উত্তরাধিকারী দাবিকারী প্রিন্স হাবীবুদ্দিন তুসি। তবে এটা যে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির নতুন চাল এটা বুঝতে কারো বাকি নেই। অনেকে এটাকে বিজেপির পবিত্র বাবরি মসজিদ কে ভক্ষন করার নতুন নাটক হিসেবেও দেখছেন।

জমিটি পেলে অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য একটি সোনার ইটও দেয়ার প্রস্তাব দিয়েছে সে। খবর এনডিটিভির।

১৫২৯ সালে পবিত্র বাবরি মসজিদ নির্মাণকারী মোগল সম্রাট বাবরের উত্তরাধিকারী হওয়ায় সেই বাবরি মসজিদ-রাম জন্মভূমির জমিটির বৈধ মালিক বলে দাবি করেছে তুসি।

জমিটি তার কাছে হস্তান্তর করা হোক, এটিই সে চায়। রোববার তুসি বলেছে, সুপ্রিমকোর্ট যদি জমিটি তাকে দিয়ে দেয় তা হলে পুরো জমিটি সে রামমন্দির নির্মাণের জন্য দান করবে।

বাবরি মসজিদ যেখানে নির্মাণ করা হয়েছিল, সেখানে একটি রামমন্দির ছিল, এমন বিশ্বাস ও বিশ্বাসকারীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধ থেকেই সে এমনটি করবে বলে জানিয়েছে তুসি।

তুসির যুক্তি, অধোয্যার ওই জমির মামলায় যুক্ত পক্ষগুলোর কারও কাছেই তাদের দাবি প্রমাণ করার মতো নথিপত্র নেই; কিন্তু মোগল উত্তরাধিকারী হওয়ায় জমিটির ওপর তার অধিকার আছে।

সে জানায়, ইতোমধ্যেই মন্দির নির্মাণের জন্য পুরো জমিটি দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। তুসি তিনবার অযোধ্যায় গিয়েছিল।

সেখানে অস্থায়ীভাবে নির্মিত একটি মন্দিরে সে প্রার্থনাও করেছিল বলে জানিয়েছে। গত বছর ওই বিতর্কিত এলাকাটি পরিদর্শনের সময় মন্দিরের জন্য জমিটি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তুসি। রামমন্দির ধ্বংসের জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনাও করেছে সে।


শেয়ার করুন

0 facebook: