![]() |
সিলেট
প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে সিবিপি
লতিফিয়া কুরারা পরিষদ ও চেচান বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদোগে শনিবার চেচান বাজারে
বার্ষিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরিষদের
সাধারণ সম্পাদক মোশাহিদ অলির পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন- লতিফিয়া কুররা পরিষদের
সহ সভাপতি মাওলানা জুনায়েদ আহমদ,
হাফিজ আব্দুস সালাম, মাওলানা জামিল আহমদ, সহ সাধারণ
সম্পাদক মাওলানা ইলিয়াছুর রহমান,
মাওলানা দুলাল আহমদ, চেচান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশিক
মিয়া, সাধারণ
সম্পাদক আতিকুর রহমান, পরিষদের
সাংগঠনিক সম্পাদক আমির আলী,
অর্থ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি রফিকুল ইসলাম, অর্থ
সম্পাদক আব্দুল মতিন রাজন,
তথ্য প্রযুক্তি সম্পাদক ও সিলেট মহানগর তালামীযের সিনিয়র সদস্য
এইচ.কে.এম নোমান, ছাতক
(দক্ষিণ) উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, ছাতক
উত্তর উপজেলার প্রচার সম্পাদক জুয়েল আহমদ, দক্ষিণ খুরমা ইউপি তালামীযের সভাপতি হাফিজ
ইমাম উদ্দিন তালুকদার, ইউপির
সাবেক সভাপতি হাফিজ শামিমুর রহমান,
হাফিজ আনহার,
মাওলানা আজহার উদ্দিন, আলী, ক্বারী সালা উদ্দিন, ক্বারী
শাহিন, ক্বারী
মাহিম উদ্দিন, হাফিজ
আমির হোসেন, মাওলানা
সৈয়দুর রহমান, মাওলানা
সাইদুল হক, ক্বারী
আব্দুল মতিন, আজিজুর
রহমান, আরজু
মিয়া, গোলাম
সারওয়ার, সালেহ
আহমদ।
এছাড়াও
স্থানীয় জনপ্রতিনিধি সহ সিবিপির বিশিষ্ট মুরুব্বী যুব সমাজ ও আশপাশ এলাকার বিপুল সংখ্যক
মানুষের উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
ধর্ম ও জীবন
সিলেট বিভাগ
0 facebook: