স্বদেশবার্তা ডেস্কঃ কথিত বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে প্রেমিক-প্রেমিকাদের জন্য ৮ দিনব্যাপী 'ফ্রি রিকশা রাইডের' নামে উন্মুক্ত যৌন আকাঙ্ক্ষা পূরণের আয়োজন করে একটি বহুজাতিক প্রতিষ্ঠান। তবে তা বাতিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায় জাবিতে অনুমতি না নেওয়া এবং চবিতে অনুমতি নেওয়ার সময় ভুল তথ্য প্রদান করায় তা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, অনুমতি নেয়ার সময় বলা হয়েছে, তাদের কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য ৮দিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফ্রি পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। পরে শুনলাম, এটা শুধুমাত্র কাপলদের জন্য। এটি নিয়ে অনেক লেখালেখিও হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দুর্নাম যেন না হয় সেজন্য অনুমতি বাতিল করা হয়েছে।'
অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও একই কথা বলা হয়েছে।
এদিকে এ রাইডের উপযোগিতা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ভালোবাসার গণ্ডিকে শুধু প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সীমাবদ্ধ রাখার তীব্র সমালোচনা করেন কেউ কেউ।
0 facebook: