স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশি বংশোদ্ভূত মুকিত মিয়া সেলিম (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। যুক্তরাজ্যের বাঙ্গালী অধ্যুষিত ওল্ডহ্যামের কোল্ডহার্স্টের একটি রাস্তার (আলি
ওয়ে) সরু গলিতে পাওয়া যায় তার লাশ।
ম্যানচেস্টার পুলিশের
একজন মুখপাত্র স্থানীয় সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, পুলিশ
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহত সেলিমের পারিবারিক
সূত্রে জানা যায়, সোমবার
সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সেলিম। সেলিমের বড় ভাই আজাদ মিয়া জানান, সেলিম
যেখানেই থাকেন না কেন রাতে দশটার ঘরে ফেরেন। কিন্তু সেলিম সোমবার রাতে ঘরে না
ফেরাতে পরিবারের সবাই অনেক খুঁজেও তার কোনও সন্ধান পায়নি। পরে তারা পুলিশে খবর দেন।
ওল্ডহ্যামের ক্যার্কবাম
স্ট্রিটের বাসিন্দা মুকিত মিয়া ওরফে সেলিমের দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার
দোলার বাজার ইউনিয়নের বাঘইন গ্রামে। দু’সন্তানের জনক ছিলেন তিনি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
সিলেট বিভাগ
0 facebook: