![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির আওতায় সৌদি আরবে সেনা
পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স বা আইএসপিআর সেখানে সেনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের একদল সেনা সৌদি আরবে যাচ্ছে। তারা প্রশিক্ষণ ও পরামর্শ সংক্রান্ত তৎপরতা চালাবে।
পাকিস্তানের
সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া ও সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ সাঈদ আল মালিকির মধ্যে
বৈঠকের পর এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। চলতি মাসের শুরুতে পাক সেনাপ্রধান বাজওয়া সৌদি আরব সফর করেন।
তিন দিনের সফরে
তিনি সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও স্থল বাহিনীর প্রধান লেফটেন্যান্ট
জেনারেল প্রিন্স ফাহাদ বিন তুর্কি বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেন। গত দুই মাসে তিনি দুই বার সৌদি
আরব সফর করেছেন। ২০১৫ সালে ইয়েমেনে হামলা শুরুর
সময় থেকেই সৌদি আরব সরকার সেদেশে সেনা পাঠানোর জন্য পাকিস্তানের প্রতি আহ্বান
জানিয়ে আসছে। কিন্তু এর আগে পাকিস্তান সরকার
তাতে সাড়া দেয় নি। এছাড়া পাকিস্তানের সংসদ নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে এর আগে একটি প্রস্তাবও
পাস করেছে।
আইএসপিআর বলেছে,
পাকিস্তানের সেনারা সৌদি আরবের বাইরে যাবে না। সৌদি আরবে আগে থেকেই এক হাজার
পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে। নতুন করে ঠিক কতজন সেনা সৌদি আরবে যাচ্ছে তা স্পষ্ট করেনি আইএসপিআর। পাক সেনাবাহিনী এরইমধ্যে ইরান, তুরস্ক ও কাতারকে তাদের এ সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বলে ধারণা করছে
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন। গত বছর থেকে পাকিস্তানের সাবেক
সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত যৌথ বাহিনীর নেতৃত্ব
দিয়ে আসছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: