স্বদেশবার্তা ডেস্কঃ নাসির
নগরে আন্তঃধর্মীয় সম্প্রীতির নামে কুরআন শরীফ অবমাননাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে
হবে -ওলামা লীগ।
সম্প্রীতির উৎসবের নামে
নাসিরনগরে কথিত মৌলভী কর্তৃক হিন্দু পুরোহিতের হাতে কোরআন শরিফ আবার পুরোহিত
কর্তৃক মৌলভীর হাতে গীতা তুলে দেয়ার মাধ্যমে কুরআন শরীফ অবমাননা করেছে আয়োজকরা। এই
আন্তঃধর্মীয় সম্প্রীতির নামে মূলত মুসলমান ধর্মীয় স্বকীয়তা বিলুপ্ত করার অপচেষ্ঠা
চালিয়েছে তারা। আজ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সেক্রেটারী আলহাজ মাওলানা মুহম্মদ
আবুল হাসান শেখ শরীয়তপুরী এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন,
মহান আল্লাহ
পাক কুরআন শরীফে বলেছেন,“নিশ্চয়ই
মুশরিকরা নাপাক বা অপবিত্র”
(সূরা-তাওবাহ)। তাছাড়া ওজু ছাড়া একজন মুসলমানের যেখানে পবিত্র
কুরআন শরীফ র্স্পশ করাও নিষেধ সেখানে একজন মুসলমান নামধারী মৌলভীর হাত দিয়ে অন্য
একজন মুশরিক পুরোহিতের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেয়া হয় তা ভাব্বার বিষয় কারন
এহেন কাজ মারাত্মক দৃষ্টতাপূর্ণ ও অমার্জনীয় অবমাননা।
তিনি বলেন, আন্তঃধর্মীয়
সম্প্রীতিবাদীরা কুরআন শরীফকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় তারা। তারা ইতিমধ্যে যেসব
আয়াতে বিধর্মীদের সম্পর্কে আলোচনা রয়েছে সেসব আয়াত শরীফ কুরআন শরীফ থেকে বাদ দেয়ার
দাবি তুলেছে। নাউযুবিল্লাহ!!
পবিত্র কুরআন শরীফ
অবমাননা করায় নাসির নগরে আন্তঃধর্মীয় সম্প্রীতির আয়োজক সৈকত শুভ্র আইচ ও নেপথ্য নায়কদের
অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি।
মাওলনা শওকত আলী শেখ
ছিলিমপুরী।
খবর বিভাগঃ
জাতিগত বিদ্বেষ
ধর্ম ও জীবন
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: