রাজিব খাজাঃ গতকাল
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে হয়ে
গেল একটি ধর্মীয় সাংঘর্ষিক অনুষ্ঠান। সেখানে পুরোহিতের হাতে পবিত্র কোরআন শরিফ
তুলে দিলেন মাওলানা। আবার মাওলানার হাতে গীতা তুলে দিলেন পুরোহিত। এমনই সাম্প্রদায়িক
আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় আন্তঃসম্প্রদায় সম্প্রীতি নামের কথিত উৎসব। মনে পড়ে ২০১৬
সালের ২৯ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট
করার ঘটনায় নাসিরনগর উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন এলাকায় মাইকিং করে
উপজেলা সদরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজতে ইসলামের ব্যানারে পৃথক দুটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সেই নাসিরনগর, যেখানে ২০১৬ সালের অক্টোবরে উগ্রহিন্দুত্ববাদিরা
মুসলমানদের পবিত্র কাবা শরীফ নিয়ে কটূক্তি করে যার পরিপ্রেক্ষিতে মুসলমানরা
প্রতিবাদ করতে গেলে উল্টো প্রশাসন কত্রিক নাজেহাল হতেহয় মুসলমানদের। অথচ আজ তারাই
অসাম্প্রদায়িকতার আড়ালে পরস্পরের ধর্মগ্রন্থ বিনিময়ের মধ্য দিয়ে বোঝাতে চাচ্ছে, কোনো
ধর্মগ্রন্থই ঘৃণার সংস্কৃতিতে বিশ্বাস করে না। অন্য ধর্মের মানুষের ওপর আঘাত করতে
নিষেধ করে।
ধর্মগ্রন্থ বিনিময়ের
আগে স্থানীয় হরিপুর আলিয়া মাদ্রাসার
অধ্যক্ষ সোহরাব হোসেন ও মন্দিরের পুরোহিত সবুজ চক্রবর্তী পায়রা উড়িয়ে সম্প্রীতি উৎসবের
উদ্বোধন করেন। এরপর হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীন ইসলাম স্বাগত
বক্তব্য দেন এবং সম্প্রীতি উৎসবের ব্যবস্থাপক সৈকত শুভ্র আইচ মনন উৎসব আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন।
উৎসবে প্রধান অতিথির
বক্তব্যে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক ও দ্য হাঙ্গার প্রজেক্টের
কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার।
প্রাক্তন প্রধান শিক্ষক
অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃসম্প্রদায় সম্প্রীতি উৎসবে বিশেষ
অতিথির বক্তব্য দেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, ব্রাহ্মণবাড়িয়া
সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, হরিপুর
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মিয়া। উৎসবে
উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স টিম লিডার অ্যাসলিন বেকার, পেইভের
রূপকার অ্যালিস্টার লেগ প্রমুখ।
আলোচনা শেষে কীর্তন দিয়ে
সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উদ্বোধনের আগে একটি সম্প্রীতি
শোভাযাত্রা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খবর বিভাগঃ
জাতিগত বিদ্বেষ
ধর্ম ও জীবন
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: