আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম
জার্মানের বটরোপ শহরে এক প্রেমিক যুগল নিখোঁজের দুইদিন পর তাদেরকে একটি গাড়ি থেকে
মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ তাদের পরিচয় সম্পর্কে কিছু না বললেও জানা গেছে নিহত নারী-পুরুষ দুজনে
যথাক্রমে ৪০ ও ৩৯ বছর বয়সী ছিলেন। খবর-দ্য সান ইউকে
পুলিশ জানায়,
দুইদিন ধরে নিখোঁজ থাকায় উভয়ের পরিবার পুলিশকে জানালে বন্ধ
একটি গ্যারেজ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তারা দুজনেই ছিলেন উলঙ্গ অবস্থায়। কী কারণে তাদের মৃত্যু ঘটেছে
সে জন্য তাদের ময়নাতদন্তে পাঠানো হলে বেরিয়ে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের
প্রাথমিক তদন্তে ওঠে আসে যে, বন্ধ গাড়িতে ইঞ্জিন চালু রেখে
যৌনকাজে লিপ্ত ছিলেন এ দুইজন প্রেমিক-প্রেমিকা। একটি কমার্শিয়াল কমপ্লেক্সের পিছনের গ্যারেজে গাড়ির
ভিতরে একান্ত মুহুর্ত কাটানোর সময়ই অসতর্কতাবশত তাদের মৃত্যু ঘটে।
ঠাণ্ডা
আবহাওয়ায় শরীর গরম রাখতে তারা গাড়ির ইঞ্জিন চালু রেখেছিলেন সেসময়। নিজেদেরকে নিয়ে এতই ব্যস্ত
ছিলেন যে বেশিক্ষণ ইঞ্জিন চালু রাখার ফলে বদ্ধ গাড়িতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ
বেড়ে গিয়ে বিপদ ডেকে নিয়ে আসতে পারে সেদিকে তাদের খেয়ালই ছিল না। যার কারণে তাদের শ্বাসরুদ্ধ
হয়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে পরিপূর্ণ তদন্ত শেষে কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা
যাবে বলে জানিয়েছে পুলিশ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: