05 March 2018

পুলিশের সিগন্যাল অমান্য করায় ২ যুবককে পেটানোর অভিযোগ


মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভুইয়ার বিরুদ্ধে পুলিশের সিগন্যাল অমান্য করায় মোটরসাইকেল আরোহী দুই যুবককে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠেছে

গতকাল রোববার (৪ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে মৌলভীবাজার মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা সৈয়দ কামরুল ইসলামের ছেলে সৈয়দ মাসুদ আরেফীন (২২) ও একই এলাকার বাসিন্দা শেখ নুরুল ইসলাম এর ছেলে শেখ নুরুজ্জামান (২০) নামের দুই যুবক শ্রীমঙ্গল থেকে মোটরসাইকেলে মৌলভীবাজারে যাচ্ছিলেনতারা মৌলভীবাজার মডেল থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়তারা পুলিশের সিগন্যাল অমান্য করে পাশ কাটিয়ে দ্রুত গতিতে চলে যায়এরপর কিছু দূরে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যায়এ অবস্থায় এসআই মহসীন ভূঁইয়া কাছে গিয়ে তাদের পেটাতে থাকেপরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়

এসআই মহসীন ভূঁইয়া বলেন, এই দুই যুবক শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরে প্রবেশ পর্যন্ত মোট চারটি চেকপোস্টে দ্বায়িত্বরত পুলিশের সিগন্যাল অমান্য করেছিলএমন অভিযোগে আমি তাদের থানার সামনে আটকানোর চেষ্টা করিকিন্তু তারা সিগন্যাল না মেনে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যায়তখন রাগের মাথায় তাদের ২/১টি বাড়ি মেরেছি


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেইসত্যতা যাচাই করে দেখব


শেয়ার করুন

0 facebook: