16 April 2018

বাতাসে উড়ে গেল ডাকাতির টাকা (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎ দেখে মনে হতে পারে কোনও চলচ্চিত্রের দৃশ্য। ডাকাতি করে ফেরার পথে ডাকাতদের নাগাল থেকে পকেটভর্তি টাকা উড়ে গেল বাতাসে। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

সম্প্রতি যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এবেলা

ভিডিওটিতে দেখা যাচ্ছেডাকাতি করে দৌড়ে পালাচ্ছে এক ব্যক্তি। কিন্তু বাতাস বাদ সেধেছে। হঠাৎ তার পকেট থেকে টাকা বেরিয়ে পড়ে। মুহূর্তে সব টাকা ছড়িয়ে পড়ে রাস্তায়

রাস্তায় ছড়িয়ে পড়লেও টাকা এক জায়গায় পড়ে থাকেনি। বাতাসে দ্রুত উড়ে যেতে থাকে সব নোট এ ঘটনার দৃশ্য পুরোটাই ধরা পড়ে সিসি টিভি ক্যামেরায়। সেই ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে

পরে জানা যায়দুই ডাকাত ড্রইসডেনের এক ট্র্যাভেল এজেন্সি থেকে হাতিয়ে নিয়েছিল ওই টাকা। ডাকাতি করা অর্থ তারা তড়িঘড়ি করে প্যান্টের পকেটে ঢুকিয়েছিল। আর তাতেই শেষমেশ ঘটে গেল বিপত্তি


শেয়ার করুন

0 facebook: