17 May 2018

রোহিঙ্গা ক্যাম্পে দিনে ৬০ শিশুর জন্ম


স্বদেশবার্তা ডেস্কঃ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দিনে ৬০টি শিশু জন্মগ্রহণ করেজাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য দিয়েছে

আজ বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি এডুয়ার্ড বাইগবেদেরের বরাত দিয়ে আরো বলা হয়, গত নয় মাসে কক্সবাজারে রোহিঙ্গা শিবির ও অস্থায়ী বিভিন্ন আশ্রয়ে ১৬ হাজারের বেশি শিশু জন্ম নিয়েছেযাদের সবার জীবন ঝুঁকির মুখে বলেও উল্লেখ করা হয়েছে ইউনিসেফের ওই প্রতিবেদনে

এতে আরো বলা হয়, এসব শিশুর অধিকাংশই যৌন সহিংসতার শিকার মায়েদের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেএ পর্যন্ত মাত্র ১৮ শতাংশ গর্ভবতী মা স্বাস্থ্যকেন্দ্র এসে তাদের শিশুদের জন্ম দিতে পেরেছেন বলে জানায় ইউনিসেফ

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনীএরপর গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের মুখে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের সঙ্গে সমঝোতা স্মারকে সই চুক্তি করে বাংলাদেশ


জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ করেছেমিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রাখাইনের অভিযানকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন


শেয়ার করুন

0 facebook: