20 June 2018

ডিপজল কন্যা ওলিজার বিয়ে


স্বদেশবার্তা ডেস্কঃ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বিয়ে করলেন

গত মঙ্গলবার (১৯ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিয়ে বন্ধনে আবন্ধ হয়েছেনপাত্র অর্পণপেশায় ব্যবসায়ী

ঘরোয়াভাবে ওলিজা ও অর্পণের বিয়ে সম্পন্ন হয়েছেবিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন

আগামী ২৮ জুন ঢাকায় বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান হবেআজ বুধবার ওলিজা তার ফেসবুক আইডিতে বিয়ের বেশকিছু স্থিরচিত্র শেয়ার করেছেন

একটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে লাল শাড়ি পরে বর অর্পণের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনিক্যাপশনে লিখেছেন হ্যাপিলি ম্যারিড

ওলিজা লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেনফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ নিয়েও পড়াশোনা করেছেন ওলিজা

লন্ডন মেকওভার স্টুডিও নামে ঢাকায় একটি প্রতিষ্ঠানও রয়েছে ডিপজলকন্যারএছাড়া পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনিগত বছর বাবা ডিপজলকে নিয়ে মেঘলানামে একটি হরর ছবির শুটিং শুরু করেছিলেন তিনি


শেয়ার করুন

1 comment:

  1. Anonymous22/6/19 21:30

    wow this website is best service for our world.

    ReplyDelete