প্রতিকি ছবি |
দেখতে নিজের মতো না হওয়ায় তিন মাসের শিশুকে হত্যা করেছে এক বাবা। গত রোববার ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলায় ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা।
রৌশন রাঠোর (৩২) নামে ওই ব্যক্তি দাবি করেছেন, শিশুটি তার মতো দেখতে হয়নি। কাজেই শিশুটি তার ঔরসজাত সন্তান নয় এবং তার স্ত্রী কুলধান দেবীর (২৬) বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার শিশুটিকে দুধ খাওয়ানোর সময় মায়ের কোল থেকে টেনে নিয়ে গিয়ে হত্যা করে রৌশন। পরে স্ত্রীকে মারধর করতে শুরু করেন। এ সময় কুলধানের কান্না শুনতে পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।
পরে প্রতিবেশীরা গণপিটুনি দিয়ে রৌশনকে পুলিশের হাতে তুলে দেয়। স্ত্রী কুলধানের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা সাজিদ হুসাইন জানায়, রৌশন ও তার স্ত্রীর ঘরে এটিই প্রথম সন্তান। শিশুটিকে জন্মের পর প্রত্যাখ্যান করে তার বাবা। এরপর থেকেই প্রতিনিয়তই স্ত্রীর সঙ্গে বিবাদ লেগেই থাকতো রৌশনের। স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে মারধরও করতেন বলে জানায় পুলিশ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: