28 June 2018

ফিলিস্তিনি আগুন ঘুড়ির জবাবে ইসরাইলের বিমান হামলা


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনিদের অগ্নিসংযোগকারী ঘুড়ি ও বেলুনে পর্যুদস্ত হয়ে বৃহস্পতিবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল

এর আগে গাজা উপত্যকা থেকে পাঠানো জ্বলন্ত ঘুড়ি ও বেলুনে বুধবার দক্ষিণ ইসরাইলের চারটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

দেশটির দমকলকর্মীরা ওই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পারলেও কিসুফিম বনাঞ্চলের আরও কয়েকটি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে

চ্যানেল ১০ নেটওয়ার্ক জানিয়েছে, দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হনতবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনিকিন্তু সম্প্রতি ফিলিস্তিনিদের ঘুড়ি আগুনে অবৈধ রাষ্ট্র ইসরাইলের ব্যাপক ক্ষতির ঘটনা ঘটেছে

ইসরাইলি বিমান হামলায় গাজায় একটি গাড়ি ধ্বংস হয়ে গেছেঅবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনীর দাবি, ওই গাড়িটি প্রতিরোধ আন্দোলন হামাসের এক জ্যেষ্ঠ নেতার, যিনি এ আগুন হামলার সঙ্গে জড়িতখালি গাড়িটি একটি শরণার্থী শিবিরের সামনে পার্ক করা ছিল

দেশটির সেনাবাহিনী জানায়, হামাসের দুটি ফাঁড়িতে হামলা চালাতে তারা একটি অতিরিক্ত বিমান ও ট্যাংক ব্যবহার করেছেতবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি

এদিকে ইসরাইলের বিমান হামলার জবাবে রকেট হামলা চালিয়েছে হামাসএতে কয়েক হাজার ইসরাইলিকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়

ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম তিনটি রক্ষেট ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: