এম এস এইচ কামরুলঃ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে আল রাইয়ান হাসপাতাল সিলেটের পৃষ্ঠপোষকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে দুস্থ ও অসহায় দু'শ রোগীকে চিকিৎসা প্রদান হয়েছে।আজ (৮ জুলাই) জগদল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন জগদল গ্রামের বিশিষ্ট মুরব্বী আবু তাহের মাষ্টার ও জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মুহম্মদ আলী রব।
চিকিৎসা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আবুল কালাম মন্জুর মুর্শেদ (সাদী), ডাঃ আরিফ ও ডাঃ তানিয়া আহমেদসহ আগত মেডিকেল টিম।জগদল গ্রামের তরুন সমাজ সেবক জুবায়ের আহমদ ও নুরুজ্জামান নুনু এর উদ্যোগে আয়োজিত উক্ত মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন জগদল ইউনিয়ন স্বাস্থ্য সহকারী আফজাল হুসেন,রায়বাঙ্গালী শাহজালাল র. দাখিল মাদরাসার সহকারি সুপারঃ ও জগদল অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মুফতি সোলাইমান হাসান কামরুল, জগদল অনলাইন প্রেসক্লাব সভাপতি হেলাল আহমেদ,দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সালেহ, যুবদল নেতা আব্দুল মুক্তাদির,হেলন মিয়া, যুবলীগ নেতা সহিবুর রহমান,উজ্জল মিয়া,সোহেল আহমদ,জিতু মিয়া,আলিফ উদ্দিন,মাসুম খান,রুবেল জামান,রাহুল আহমদ, তাহমিদ নূর ও রেজু মিয়া।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
স্বাস্থ্য
0 facebook: