16 July 2018

মুসলিম শিক্ষিকা বোরকা পরায় উগ্র ইসলামবিদ্বেষীরা বিক্ষোভ মিছিল করেছে


আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলে একজন নবনিযুক্ত সদস্য স্কুলে বোরখা পরিধান করায় মুসলিম বিদ্বেষী সহিংসতার এবং বিক্ষোভ-মিছিল প্রদর্শন করেছে উগ্রবাদী বৌদ্ধরা।

ফাতিমা রামিজ একজন শিক্ষিকা যিনি শানমুগা হিন্দু মহিলা কলেজে বিগত বছর ধরে শিক্ষকতা করে আসছিলেন। তিনি কখনোই নিজের নিরাপত্তা নিয়ে শংকিত হন নি। স্কুলটি ত্রিংকোমালি তে অবস্থিত যেটা শ্রীলঙ্কায় একটি বন্দর নগরী।

কিন্তু বিগত ২৪ এপ্রিল সবকিছু যেন বদলে গেল সেদিন ভোরে স্কুল এর কাছে চারজন গুন্ডা আরেকজন মুসলিম শিক্ষককে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল। যখন রামিজ কাজে চলে আসলেন তখন ১৫০ জন হিন্দু বিক্ষোভকারী তারা স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল এবং স্কুলে কর্মরত জন মুসলিম শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিল তাদের দাবী ছিল  জন মুসলিম শিক্ষিকা তারা লম্বা বোরখা পরতে পারবেন না।

তারা পশুর মত চিৎকার করছিল যে মুসলিম শিক্ষিকাদের থেকে বের করে দাও বোরকা পরিধান করা নাকি হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করে দেয় নাউজুবিল্লাহ অনেকেই রায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ প্রসূত বক্তব্য তুলে দিচ্ছিল। বিক্ষোভ মিছিল থেকে ফেসবুকে মুসলিম বিদ্বেষী বক্তব্য দেয়া হচ্ছিল এবং সেটা শ্রীলংকার পূর্বাঞ্চলে জাতিগত সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছিল যা অদ্যবধি চলমান রয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধেও কিন্তু প্রতি বিক্ষোভ ও কিন্তু প্রদর্শিত হয়েছে অনেকেই কিন্তু প্রতিবাদস্বরূপ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঘটনার পর প্রায় দুই মাস পার হয়ে গেলেও আজও এই উগ্র মুসলিম বিদ্বেষ প্রকাশের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।


শেয়ার করুন

0 facebook: