আন্তর্জাতিক
ডেস্কঃ 'যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন জুয়াড়ি। তিনি জুয়াড়িদের ভাষায়
কথা বলেন। এজন্য তার গায়ে হাত দিয়ে হাত অপবিত্র করতে চাই না।' বলে মন্তব্য
করেছেন ইরানের শিয়া ধর্মীয় বিপ্লবী
গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি।
ইরানের
হামদানে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, যেকোনো আগ্রাসনে ইরানের দেয়া পাল্টা জবাব
পাওয়ার মতো মর্যাদার অধিকারী ট্রাম্প নন। তার গায়ে হাত দিয়ে অপবিত্র হতে চাই না।
তিনি
বলেন, যুক্তরাষ্ট্রকে
মোকাবেলার জন্য ইরানের পুরো সামরিক বাহিনীর প্রয়োজন নেই, কুদস
ফোর্স একাই যথেষ্ট।
জেনারেল
কাসেম সুলাইমানি ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা
সব জায়গায় আছি। কারণ আমরা শাহাদাৎপিয়াসী জাতি। আমরা অনেক কঠিন পথ ও ঘটনা পাড়ি দিয়ে
এসেছি।
ট্রাম্পকে
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রের পতন অনিবার্য। যুদ্ধের
সমাপ্তিটা কেমন হবে তা আমরা নির্ধারণ করব।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
আমেরিকা
ইরান
0 facebook: