![]() |
ছবিঃ সংগৃহীত |
আন্তর্জাতিক ডেস্কঃ রেস্তরাঁয় গিয়ে মারধরের শিকার হলেন সাব ইনস্পেক্টর। ওই রেস্তরাঁর মালিক ও স্থানীয় বিজেপি কাউন্সিলর মণীশ চৌধুরী পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করেন। শুক্রবার সন্ধ্যায় ভারতের উত্তরপ্রদেশের মেরঠে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পেশায় আইনজীবী এক নারীর সঙ্গে ওই রেস্তরাঁয় খেতে ঢোকেন মহিউদ্দিনপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার সুখপাল সিংহ পওয়ার। রেস্তরাঁয় ঢুকেই খাবারের অর্ডার দেন। যত তাড়াতাড়ি সম্ভব খাবার পরিবেশন করতে বলেন।
কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও খাবার না আসায় রেস্তরাঁ কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান ওই নারী। ঘটনার সময় রেস্তরাঁর মালিক সেখানে হাজির ছিলেন। চিৎকার শুনে ছুটে আসেন তিনি। ওই নারীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন।
সে সময় মধ্যস্থতা করতে এগিয়ে আসেন এসআই সুখপাল সিংহ পওয়ার। তাতে মীমাংসা হওয়া তো দূরের কথা, উল্টে তার ওপরই চড়াও হন মণীশ। তাকে এলোপাথাড়ি চড়, থাপ্পড় মাড়তে শুরু করেন। একপর্যায়ে মেরে তাকে নিচে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলে হাজির এক ব্যক্তি নিজের মোবাইলে গোটা ঘটনা ভিডিও রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।
পরে খবর পেয়ে পুলিশের একটি দল রেস্তরাঁয় গিয়ে মণীশ চৌধুরীকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে তার বিরুদ্ধে ৩৯৫ ধারায় মামলা দায়ের হয়েছে।
মেরঠের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, ওই এসআই কর্তব্যে গাফিলতি করেছেন। গোটা এলাকার পুলিশ যখন রাবণ দহন নিয়ে নিরাপত্তার কাজে ব্যস্ত ছিল, তখন উনি মদ পান করে রেস্তরাঁয় ঢুকেছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: