ফাইল ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে সেনাবাহিনীর এক মেজরসহ দুই জওয়ান নিহত ও অন্য এক সেনাসদস্য আহত হয়েছেন।
এছাড়া পাকবাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক কুলি নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরি জেলার নৌশেরা এলাকায় শুক্রবার আইইডি বিস্ফোরণে এক কর্মকর্তাসহ দুই জওয়ান নিহত ও অন্য এক সেনাসদস্য আহত হন। কর্মকর্তারা বলেন, রাজৌরি জেলার লাম সেক্টরে সীমান্তে টহলদারি চালানো সেনাদের টার্গেট করে নিয়ন্ত্রণরেখা বরাবর সড়কে আইইডি রেখে দিয়েছিল। বিস্ফোরণে সেনাবাহিনীর এক জেসিওসহ দুই জওয়ান আহত হলে তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন দুই জওয়ান মারা যান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ আইইডি বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। গণমাধ্যমের একটি সূত্র বলছে নিহতরা হলেন- মেজর এস জি নাইয়ার এবং রাইফেলম্যান জিয়ান গুরুং। এদিন বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা ছয়টা নাগাদ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
একইদিনে অন্য এক ঘটনায় রাজৌরি জেলার সুন্দেরবানী সেক্টরে পাক বাহিনীর গুলিবর্ষণে হেমরাজ নামে সেনাবাহিনীর এক কুলি নিহত হয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: